স্বাস্থ্য ঝুঁকিতে মোবাইল ফোন কতোখানি?

 

আশির দশকের দিকে মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যায়। মানুষের হাতে হাতে আজ মোবাইল ফোন। মোবাইল ফোন যোগাযোগের পাশাপাশি আরও নতুন মাত্রায় যোগ হয়েছে নানান সুবিধা। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাইকে ভাবিয়ে তুলছে। মোবাইল ফোনের ব্যবহারে মস্তিষ্কের ক্যান্সারের ভয় থাকে কিনা? কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে মাইক্রোওয়েভ বিকিরণের ফলে ক্যান্সার হয়।  



রেডিও তরঙ্গ বিকিরণ কী ক্যান্সারের কারণ হতে পারে? বর্তমানকাল পর্যন্ত বৈজ্ঞানিকরা বলছেন যে ক্যান্সারের কোন আশঙ্কা নেই। বিকিরণজনিত কারণে ক্যান্সারের ভয় সব সময়ই থাকে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকশন বিকিরণের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী কোন সেলফোন থেকে রেডিওতরঙ্গ বিকিরণের মাত্রা সর্বোচ্চ হবে প্রতি কিলোমিটারে মানব টিস্যুর জন্য ১.৬ ওয়াট।

সেলফোন সব কোম্পানি এই নির্ধারণ মান মেনে চলছে। সেলফনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সেলফোন কম্পানিগুলো নিয়মিত গবেষণা করছে। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য মোবাইল ফোন সরাসরি না ব্যবহার করে ইয়ার ফোন ব্যবহার করা যেতে পারে। এতে রেডিও বিকিরণের হাত থেকে মস্তিস্ক রক্ষা পায়। তবে এতে শরীরের অন্যান্য অংশ বিকিরণের আওতায় ঝুঁকি থাকলেও মাথাটা অন্তত কিছুটা বাঁচে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ষাট বছর বয়সে নায়াগ্রা জলপ্রপাত পাড়ি দেয়া অ্যানি এডসন টেলর

কেমন ছিল ময়ূর সিংহাসন?

মহামারী প্লেগ, পলিও আর ভয়ানক পীত জ্বরের কথা