আসল-নকল প্রসাধনী চেনার সহজ উপায়
বিয়ের কথাবার্তা চলছে, এমন অবস্থায়
ব্রণ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করা তরুণী সাইমা শারমিন
সুমনা। এ সময় ব্রণ দূর করতে সুমনাকে বেটনোভেট
ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন তার এক বান্ধবী। কিন্তু ক্রিমটি কয়েকদিন ব্যবহারের
পর ব্রণ উঠা বন্ধ হওয়া তো দূরে থাক, মুখে থাকা আগের ব্রণের দাগগুলো আরও বেশি স্পষ্ট
হয়ে উঠেছিল সুমনার।
এরপরই ওই বান্ধবীর কাছে যান সুমনা।
নিজের কেনা ক্রিমটির টিউবের সঙ্গে বান্ধবীর ক্রিমটি মিলিয়ে দেখেন তিনি। দুজনারই টিউবে থাকা লোগোর স্থানসহ কয়েকটি
বিষয়ে পার্থক্য চোখে পড়ে সুমনার। এরপরই নিশ্চিত হন নকল বেটনোভেট ক্রিম কিনেছেন তিনি।
আর সেটি ব্যবহার করেই হীতে বিপরীত হয়েছে সুমনার।
শুধু সুমনা নন, তার মতো অনেক নারীই
এই প্রতারণার শিকার। অথচ কয়েকটি বিষয় জানা থাকলেই প্রসাধনী কিনে এমন ভাবে প্রতারিত
হতে হবে না আপনাকে। জেনে নিন সেই বিষয়গুলো:
প্যাকেজিং: পণ্যের প্যাকেট, টিউব, লগোর অবস্থান
সব কিছুর খেয়াল করুন। নকল পণ্যে কিছু না কিছু বৈসাদৃশ্য আপনি পাবেনই। হয়ত আপনি ইউনিলিভার
ব্র্যান্ডের কোনো পণ্য কিনবেন। প্রথমে দেখুন একই ধরণের পণ্যে লোগোটি ঠিক একই জায়গায়
বসানো কিনা। আসল কোম্পানির সকল পণ্যের মোড়ক একই রকম হয়। কোন হেরফের থাকে না।
অনুমোদিত
বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয়: দোকান
বড় ও জাঁকজমকপূর্ণ হলেই পণ্য নির্ভেজাল হবে এমন নিশ্চয়তা নেই। আপনি যে ব্র্যান্ডের
পণ্য কিনতে চান তাদের অফিসিয়াল সাইটে প্রবেশ করে দেখে নিন আপনার কাছাকাছি কোথায় কোথায়
তাদের অনুমোদিত বিক্রয়স্থল রয়েছে। শুধু এসব জায়গা থেকেই পণ্য কিনুন। সহজেই বাঁচতে পারবেন
নকল থেকে।
পণ্যের রং : নকল করা আই শ্যাডো, ব্লাশ, লিপস্টিক এবং পাউডার রং কোনোসময়ই আসল পণ্যের মত। আগেই ম্যানুফেকচারিং কোম্পানির ওয়েব সাইট থেকে রঙগুলো চিনে নিন। অতিরিক্ত উজ্জ্বল রং বা ফ্যাকাসে রং সবই যাচাই করে দেখুন।
বারকোড,
সিরিয়াল নাম্বার এবং ম্যানুফেকচারিং তথ্য: আপনার প্যাকেটের সিরিয়াল নাম্বার এবং ভেতরের পণ্যের সিরিয়াল
নাম্বার মিলিয়ে নিন। নকল পণ্যে বেশিরভাগ সময়ই একটি সিরিয়াল নাম্বার ভিন্ন থাকে। আবার
বারকোড প্রথম ২/৩ সংখ্যায় গরমিল থাকতে পারে। প্যাকেট এবং পণ্যেমিল পাবেন না পণ্য নকল
হলে। আসল পণ্যে অবশ্যই উৎপাদন তারিখ এবং মেয়াদ দেওয়া থাকবে।
ব্রাশ
এবং স্পঞ্জ: প্যাকেজিং এবং অন্যান্য সব কিছু ঠিক থাকার পরও আপনার
মেকাপ পণ্যটি নকল হবার সুযোগ থাকে। এজন্য পরীক্ষা করুন আপনার পণ্যটির সাথে সে জিনিসগুলো
দেওয়া হয়, যেমন- মেকাপ ব্রাশ, স্পঞ্জ ইত্যাদিও। নকল পণ্যে এগুলো জিনিসগুলো খুবই নিম্নমানের
হয়।
গন্ধ:
ভাল বা নামকরা পণ্যে
কখনোই এমন কোন উপাদান ব্যবহার করা হয় না যা ভোক্তার বিরক্তির কারণ হতে পারে। পণ্যের
ঘনত্ব, গন্ধ সবকিছুতেই একটি মান বজায় রাখা হয়। তাই যখনই উৎকট গন্ধ অনুভব করবেন তখনই
পণ্যটি ভালভাবে যাচাই করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন