বাংলাদেশের ‘আইসম্যান’ তারা!
প্রকৃতিতে এখন শীতের আমেজ । শহরে শীত না পড়লেও গ্রামে শীতের মাত্রা মোটামুটি । সামান্য শীতেই গোসলের সময় গরম পানি ব্যবহার শুরু করেন অনেকে । কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের সারা দিন কাটে বরফ ঘেঁটে । খালি হাতে বরফ ঘাঁটলেও ঠান্ডা লাগে না তাদের ! এমনই একজন ৪৮ বছর বয়সী উসমান মিয়া । রাজধানীর এয়ারপোর্ট এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ননেসা মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের থেকে মিনিট পাঁচেক সামনে হাঁটলেই একটি বরফ ফ্যাক্টরিতে কাজ করেন তিনি । সন্ধ্যা গড়িয়ে রাতের আগ, টিম টিম লাল ৬০ ওয়াটের কয়েকটি লাইট জ্বলছে । সাইনবোর্ড নেই ফ্যাক্টরির । সবাই চিনে আবু মিয়ার বরফ কল নামেই । টিনের ভাঙ্গা ঘর । ভোর থেকে শুরু হয় কাজ চলে সন্ধ্যা পর্যন্ত । দুপুরে অবসর পান খানিকটা সময় । সারা দিন পানি আর বরফ নিয়েই কাটে তার । বরফের অনেক চাহিদা, অবসর নেই । শরবতের দোকান, মাছের আড়ত নানান কাজে লাগে বরফ । তবুও কোনো ঠান্ডা জাতীয় অসুখ হয় না তার । বরফ টানা...