মুদ্রাদোষ
অনেককেই দেখা যায় কারো সাথে পরিচয় হওয়ার সাথে সাথে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন শুরু করে দেয়। যাকে ভদ্রতা না বলে অভদ্রতা বলাই শ্রেয়। প্রথম পরিচয়ে বা কেউ নিজ থেকে না বলতে চাইলে একান্ত কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করা উচিত যে নয় তা প্রশ্নকর্তা বেমালুম ভুলে গিয়ে প্রশ্ন করতে থাকেন। ঠিক একই ভাবে আমাদের অনেকগুলো খারাপ বা বিরক্তিকর বদঅভ্যাসের মধ্যে মুদ্রাদোষ অন্যতম। মুদ্রাদোষ অনেক রকমের। এই যেমন- কেউ আছে কথা বলার সময় প্রয়োজন ছাড়াই হাত বেশি নাড়ে, শুধু শুধু হাতের নখ কামড়ায়, কেউ কেউ আছে কোনো কাজ করে দেওয়ার জন্য অন্যের গায়ে হাত দিয়ে অনুনয়-বিনয় করে। বসে থাকা অবস্থায় বারবার পা নাড়ে, যেখানে সেখানে নাকের ভেতর আঙুল ঢুকিয়ে চুলকানো, হাতের কাছে লম্বা কিছু পেলেই কানে ঢুকিয়ে খোঁচানো, আঙুল ফোটানো, জোরে জোরে হাত নেড়ে বা আঙুল তুলে কথা বলা। কেউ আছে সবার সামনে দাঁত খোঁচায়, মুখে হাতস চাপা না দিযে হাই তোলে, ঢেকুর তোলে, জোরে জোরে কাশে, হাঁচি দেন, কেউ বা যেখানে সেখানে থুথু-পানের পিক ইত্যাদি ফেলেন। অর্থাৎ যে কাজগুলো একজনের সামনে করলে আরও যারা আছে তারা বিরক্ত হন বা অপছন্দ করেন তাই মূলত মুদ্রাদোষ ...